ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

ভারি বৃষ্টিতে উত্তরপ্রদেশে দেওয়াল ধসে নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের পর দেওয়াল ধসে ৯ জন নিহত ও আহত হয়েছেন আরো ২ জন। গত ২৪ ঘণ্টা ধরেই এলাকাটিতে ভারি বৃষ্টি হচ্ছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লখনৌর পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার আইন পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ক্যাম্পের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। প্রবল রাতারাতি বৃষ্টির কারণে আর্মি ক্যাম্পের সীমানা প্রাচীর ধসে পড়েছে। রাত ৩টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

গত ২৪ ঘণ্টায় লখনৌতে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বর মাসে গড়ে লক্ষ্ণৌতে ১৯৭ মিলিমিটার বৃষ্টি হয়।
এসএ/