ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

পাঁচ বছর আগে হারিয়েছিল নাকের নোলক, মিলল যুবকের ফুসফুসে!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

কানের দুল, নাকের নোলকের মতো ছোট গয়নাগাটি হারিয়ে যায় অসাবধানতায়। সেসব পরে খুঁজে পাওয়া যায় অনেক সময়। এক্ষেত্রে তেমনই ঘটেছে। তবে সামান্য আলাদা ব্যাপার। পাঁচ বছর আগে নিজের নাকের নোলক হারিয়ে ফেলেছিলেন এক যুবক। সম্প্রতি তা খুঁজে পাওয়া গিয়েছে। কোথায় মিলেছে নোলক? পাওয়া গিয়েছে ওই যুবকের ফুসফুসের ভেতরে। এমন ঘটনায় চক্ষু চড়কগাছ হয়েছে চিকিৎসকদের। আমেরিকার ওহায়োর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

আশ্চর্য কাণ্ড ঘটানো বছর ৩৫-এর ওই যুবকের নাম জোয়ি লাইকিন। জানা গিয়েছে, কিছুদিন আগে মাঝরাতে কাশির দমকে ঘুম ভেঙে যায় তার। শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল। এরপর চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। চিকিৎসকরা জানান, সম্ভবত নিউমোনিয়া হয়েছে জোয়ির। রুটিন মাফিক ফুসফুসের এক্স-রে করা হয়। তাতেই বোঝা যায় নিউমোনিয়া নয়, বরং যুবকের বাঁ ফুসফুসে ঘোড়ার ক্ষুরের মতো কিছু আটকে রয়েছে।

এক্স-রে প্লেট দেখে চমকে ওঠেন জোয়ি। নিজেই জানান, সম্ভবত পাঁচ বছর আগে হারানো তার নাকের নোলকটি রয়েছে ফুসফুসের ভেতরে। বছর পাঁচেক আগে সখ করে কিনে ওই নোলক নাকে লাগিয়েছিলেন তিনি। একদিন ভোরে উঠে দেখেন নাকে নেই গয়না। হাজার খুঁজেও পাননি। জোয়ির বক্তব্য, এই সেই নোলক। চিকিৎসকরা বলছেন, ঘুমন্ত অবস্থায় নোলকটি কোনওভাবে নাক দিয়ে ঢুকে শ্বাসনালিতে চলে গিয়েছিল। কয়েক বছর ধরে সেটি সেখানেই ছিল। যদিও টের পাননি নোলকের মালিক জোয়ি। শেষ পর্যন্ত ব্রঙ্কোস্কোপি করে চিকিৎসকরা বার করেন নোলকটি। যদিও রহস্য কিন্তু রয়েই গিয়েছে! কী রহস্য?

নোলকটি ৪ বছর আগে শ্বাসনালীতে ঢুকে পড়লেও টের পেলেন না কেন যুবক? কেন আগেই কোনও শারীরিক অসুবিধা হল না তার? এই বিষয়ে এখনও আলোকপাত করতে পারেননি আমেরিকার চিকিৎসকরা। তবে ফুসফুস থেকে নোলক উদ্ধার করে রোগীকে ভাল করে দিয়েছেন তারা। হারানো গয়না খুঁজে পেয়ে বেজায় খুশি হয়েছেন সম্পূর্ণ সুস্থ জোয়ি লাইকিন।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/