সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ই সেপ্টেম্বর) রাতে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ধারণা করা হয়, এসময় ওই বৃদ্ধ ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাটা পড়ে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরএমএ