ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

সরাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দুলাল চন্দ্র দাস। তিনি ২০১১ ও ২০১৭ সালেও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

উপজেলার সদরের সৈয়দটুলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সমন্বয়ে গঠিত যাচাই-বাছাই কমিটি তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করে।

জানা যায়, দুলাল চন্দ্র দাস ২০০০ সালে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে জয়ধর কান্দি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালে সৈয়দটুলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়ে বিদ্যালয়টির অভূতপূর্ব উন্নয়ন করেন।

জানা যায়, তিনি সৈয়দটুলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষা জীবনে তিনি এম.এস.এস, বি.এড, সি.ইন.এড ও সি.সি. (ইন ইংলিশ) ডিগ্রি অর্জন করেন। দুলাল দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার লতাবৈদ্য পাড়ার যোগেশ চন্দ্র দাসের ছেলে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস সরকারের বলেন, “এ শ্রেষ্ঠত্ব অর্জনে আমার মাঝে নতুন নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। এ অর্জন আমার একার নয়, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও সকল শিক্ষার্থীদের।”

সামনে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরএমএ/এএইচ