পটুয়াখালীতে বিষধর ‘কালনাগিনী’ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। এটির দৈর্ঘ্য দেড় ফুট।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণী কল্যাণ উন্নয়ন কেন্দ্রে সাপটিকে চিকিৎসা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়।
লাল কালো ফোটা ফোটা বর্নের সাপটি ওই গ্রামের আল মনজির নামের এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে আটকা পড়ে।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এ সাপ সচারচার দেখা যায়না। এ প্রাণীটির প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে বন্যপ্রাণী অভয়ারন্যে অবমুক্ত করা হবে।
কেআই//