ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যোগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এখানে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, “বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে তাকে (শেখ হাসিনা) উষ্ণ অভ্যর্থনা জানান।”

তিনি বলেন, “এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।” তবে, পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন।”
এসএ/