ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

মোংলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

সুন্দরবন উপকূলের কৈখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ চার ব্যক্তিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড শুক্রবার (২৩ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড এ তথ্য জানায়। 

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান জানান, আটককৃত ব্যক্তিরা হলেন, মো. ইব্রাহিম গাজী(২৪), দিপঙ্কর গায়েল(১৮), মো. হাবিবুল্লাহ গাজী (২২) ও মো. মোখলেছুর রহমান(৩৮)। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। 

এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 
কেআই//