ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

নোয়াখালীতে মহালয়ার মধ্য দিয়েই দূর্গা উৎসবের যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

নোয়াখালীতে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনতান ধর্মলম্বীদের শারদীয় দূর্গা উৎসবের যাত্রা শুরু হয়েছে। এবার জেলা চৌমুহনী ও মাইজদীর দুটি মন্দিরে হচ্ছে মহালয়া উৎসব।

রোববার সকাল ৭টায় চৌমুহনী শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে মহালয়া অনুষ্ঠানে শ্রী শ্রী ত্রয়ী লাল তুলতুল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের প্রভাষক ডা. সোপান চন্দ্র দেবনাথ।

এতে বিশেষ অতিথি ছিলেন, রাম ঠাকুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী গৌমত সাহা, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সাহা’সহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ।
কেআই//