ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

নবাবগঞ্জে ক্লিনিকে দালালচক্রের ৬ জনকে কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল দৌরাত্ম রোধে ক্লিনিক দালালচক্রের ৬ জনকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান। 

সাজাপ্রাপ্তরা হলেন, নাজমুল হোসেন (২২), সেকান্দার খান (৪৩), মো. জয় (৩০), শহীদুল ইসলাম (৩২), পলাশ সাহা (৪৩), মানিক চৌধুরী (৪৩)।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

সূ্ত্র জানায়, রবিবার দুপুরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র উপদ্রব সৃষ্টি করেছে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. মতিউর রহমান অভিযান চালিয়ে সেখানে ৬ জন দালালকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে কারাদণ্ড দেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক পপি রানী সাহা বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া আসামীদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কেআই//