ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

খামারে আগুন, পুড়ে গেল অর্ধশতাধিক ভেড়া-ছাগল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই খামারে থাকা অন্তত ৬৫টি ভেড়া ও ৬টি ছাগল পুঁড়ে ছাই হয়ে গেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে এ আগুনের ঘটনা ঘটে।

পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় খামারে থাকা ভেড়া ও ছাগলগুলো পুঁড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা থাকায় নিয়ন্ত্রণের আগেই পুরো খামার এবং খামারে থাকা জীবন্ত ৬৫টি ভেড়া ও ৬টি ছাগল পুঁড়ে ছাই হয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।      
এএইচ