ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, প্রেমিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

মাদারীপুরের কালকিনিতে পরকীয়ার জেরে আসমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার প্রেমিককে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার ভুরঘাটা এলাকার ভাড়া বাসা হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, স্বামী সৌদি প্রবাসী হওয়ায় নাজমুল নামের এক যুবকের সাথে ওই গৃহবধূ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। আজ সকালে পরকীয়া প্রেমিককে ভিডিও কল দিয়ে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ওই প্রেমিক গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধূর পরিবারের দাবি, তার প্রেমিক তাকে হত্যা করেছে।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শেখর কুমার দেবনাথ বলেন, রোগীর গলায় জখমের দাগ ছিল। সেটা দড়ি বা হাতের কিনা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর প্রেমিককে আটক করেছে পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন বলেন, নিহতের পোস্টমর্টেমের ব্যবস্থা করেছি। মামলা নিয়েছি, তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।

এএইচ