ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

অবৈধভাবে সমুদ্রে মাছ শিকারের সময় ১৫ জেলে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৯ বাংলাদেশি জেলেসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে নৌ বাহিনী। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করে সোমবার তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জন বাংলাদেশি জেলে এবং বাকি ছয়জন রোহিঙ্গা ক্যাম্পের। 

মোংলা নৌ ঘাঁটির গোয়েন্দা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ 'বিএনএস গোমতি' র নৌ সেনারা একটি ফিশিং বোটসহ তাদের আটক করে। 

এদের মধ্যে বাংলাদেশি ৯ জেলেরা হচ্ছেন-শাহ আলম মিস্ত্রি (৫০) নোয়াখালী, মো. নুরুল আলম(৪৫) নোয়াখালী, মো. হারুন (৩৫) নোয়াখালী, মো. আলাউদ্দিন (৪৫) নোয়াখালী, মো. নুর হোসেন (৩৭) ভোলা, মো. জাকের হোসেন (৩২) ভোলা, মো. হালিম (৪৮) ভোলা, জাকির হোসেন (৩২) ভোলা, মনির হোসেন (৪৭) লক্ষীপুর। 

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আটককৃতরা হলেন-নুর আলম(৪০) উখিয়া, আলী জোহার(২৮) উখিয়া, জাহিদ আলম(৩৫) টেকনাফ, মো. জুবায়ের (৩০) টেকনাফ, মো. কামরুল হোসেন(২৩) টেকনাফ ও মো. ইয়াছির(২৫) টেকনাফ।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলেসহ ছয়জন রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এসব জেলেরা মাছ শিকার করছিল। পরে সাগরে টহলরত নৌবাহিনী সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 
কেআই//