ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

দুর্গাপূজা: ইটিভির ফোনোলাইভ কনসার্টে গাইবেন শফি মণ্ডল-শারমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১ এএম, ২ অক্টোবর ২০২২ রবিবার | আপডেট: ১১:০৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

প্রতিবারের মতো এবারও দুর্গাপূজায় নানা আয়োজন থাকছে একুশে টেলিভিশনে। 

এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় আয়োজন ফোনোলাইভ স্টুডিও কনসার্টের দ্বিতীয় পর্ব প্রচারিত হবে পূজার সপ্তমীতে রোববার রাত সাড়ে ১১টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।

এই পর্বে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী শফি মণ্ডল ও বাউল শিল্পী শারমিন।

বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল, যিনি বাউল সম্রাট শফি মণ্ডল নামে পরিচিত। গানে হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাত ভাই সাবদার হোসেনের কাছে তারপর ১৯৭৯ সালে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখার্জীর কাছে। গুরুর পরামর্শে বেছে নেন সুফি গানের পথ।

অপরদিকে গাইবেন তরুণ বাউল শিল্পী শারমিন।  

এমএম/