ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

পানির বোতলে অ্যাসিড পরিবেশন রেস্তরাঁয়! পান করে সংকটাপন্ন শিশু!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:১১ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

পানির বোতলে ভুল করে অ্যাসিড রেখে তা পরিবেশন করা হয়েছে রেস্তরাঁয়! যা পান করে সংকটজনক এক শিশু, হাত পুড়ে গেছে অপর শিশুর। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। রেস্তরাঁর ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের গ্রেটার ইকবাল পার্কের ‘পোয়েট রেস্তরাঁয়। এই ঘটনায় রেস্তরাঁর ম্যানেজারকে গ্রেফতার করেছে লাহোর পুলিশ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ২৭ সেপ্টেম্বর পরিবারের এক সদস্যের জন্মদিন উদ্‌‌যাপন উপলক্ষে ওই রেস্তরাঁয় গিয়েছিলেন মহম্মদ আদিল নামে এক ব্যক্তি। তার অভিযোগ, পানির বোতল দেন রেস্তরাঁর এক কর্মী। সেই বোতল থেকে পানি নিয়ে হাত ধুতে গিয়ে চিৎকার করে তার থাইয়ের সন্তান আহমেদ। তার হাত পুড়ে যায়। আদিলের আড়াই বছরের ভাস্তি ওয়াজিহা আর একটি বোতল থেকে পানি খাওয়ার পরই বমি করে। পানির বদলে আসলে ওই বোতলগুলিতে অ্যাসিড রাখা ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এসবি/