ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

মালয়েশিয়ায় অপহৃত প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

মালয়েশিয়ায় অপহরণের ১২ দিন পর প্রবাসী বাংলাদেশি সোহেল মিয়ার (৩৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪ বাংলাদেশিকে আটক করেছে মালয় পুলিশ। আটককৃতদের মধ্যে মামুন শিকদার ও আলমগীর নামে দু'জন ব্যক্তির নাম প্রকাশ করা হলেও তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম এখনো প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) তামিং জায়া ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার পেছনের জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় কাজাং থানা পুলিশ।

সোহেল মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের মরহুম আহমেদ মিয়ার ছেলে। 

কাজাং পুলিশের সহকারী কমিশনার মো. জাহিদ হাসান বলেন, ৩০ সেপ্টেম্বর মৃত সোহেলের মামা বাদি হয়ে থানায় একটি নিখোঁজ হওয়ার মামলা করে। মামলার তদন্তে জানা যায়, সোহেল নিখোঁজ হওয়ার রাতে অন্য নম্বর থেকে তার মায়ের ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দেওয়ার দুইদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়। কিন্ত দুইদিন পরও কোনো খোঁজ না পাওয়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ায় মামলা করে সোহেলের পরিবার। মালয়েশিয়ার
ফোন নম্বর ও পাঁচ লাখ টাকা পাঠানোর সূত্র ধরে এগোতে থাকে পুলিশ।

৫ অক্টোবর বিকেল চারটায় দুই বাংলাদেশিকে বেরানাং থেকে আটক করে মালয় পুলিশ। ঘটনার সঙ্গে যোগসূত্র থাকায় পর দিন বিকালে সিমিনি থেকে আটক করা হয় আরও দুই বাংলাদেশিকে।

আটককৃতদের রিমান্ডে নিলে তামিং জায়ার ১০ নং সড়কের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয় সোহেল মিয়ার মরদেহ। এ সময় তার হাত ও মুখ বাঁধা ছিল। পুলিশ ধারণা করছে, অপহরণের পর চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। মামলাটি হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে বলেও পুলিশের
পক্ষ থেকে জানানো হয়।

এদিকে শুক্রবার (৭ অক্টোবর) সকালে নিহত সোহেল মিয়ার মামা মিজানুর সেরডাং হাসপাতালে থাকা মরদেহ শনাক্ত করে। মিজানুর এই প্রতিনিধিকে বলেন, সোহেল ১৫ বছর যাবৎ মালয়েশিয়ায় অবস্থান করছিল। প্রতিদিনের মতো কাজ থেকে বাসায় ফেরে সোহেল। ওই দিন বাসার নিচে নেমে আর ওপরে ওঠেনি। বাবা হারা সোহেল মায়ের একমাত্র অবলম্বন ছিল। সে তামিং জায়ার একটি ওয়েল্ডিং ফ্যাক্টরিতে কাজ করত। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

এর আগে মুক্তিপণের পাঁচ লাখ টাকা বাংলাদেশে গ্রহণ করা ওই ব্যাংক অ্যাকাউন্টধারীকে আটক করে র‍্যাব-৮।
কেআই//