ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ সাজাপ্রাপ্ত ও ১০ গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ ১৩ জন আসামিকে গ্রেফতার হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩ জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। 
কেআই//