ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

পূরণ হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন (ভিডিও)

মুহাম্মদ নূরন নবী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার | আপডেট: ১০:৪০ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

মধুমতি নদীর উপর নির্মিত দৃষ্টি নন্দন ছয় লেনের কালনা সেতুর উদ্বোধন কাল। পূরণ হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন। সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার এই সেতুটি ঢাকার সাথে দূরত্ব কমাবে প্রায় দেড়শ’ কিলোমিটার। 

নেলসন লোস আর্চ টাইপ বা ধনুকের মত বাঁকা স্টিলের স্প্যান বসানো দৃষ্টি নন্দন সেতু। যার দৈর্ঘ্য ৬শ’ ৯০ মিটার, আর প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। ছয় লেনের সেতুটিতে দ্রুতগতির যান চলাচল করবে ৪টি লেনে, আর কম গতির যান ২টি লেনে। আছে উভয় পার্শ্বে সংযোগ সড়ক সাড়ে ৪ কিলোমিটার।

সেতুটির পূর্বপাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা ও পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা। দু’জেলাকে যুক্তকারী এই সেতু সহজ করবে ঢাকার সাথে অন্তত ১২ জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে। 

পদ্মা সেতুর পর সড়ক পথে যোগাযোগে কোন বাধা বা বিচ্ছিন্নতা আর থাকলো না। এখন আর ঘাট পারাপারের বিরম্বনায় পড়তে হবে না এই সড়ক ব্যবহারকারীদের। 

অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে কালনা সেতু। সরাসরি ঘরে তুলতে পারবে পদ্মা সেতুর সুফলও। 

সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, বেনাপোল, কোলকাতা পর্যন্ত যাতাযাত সহজ হবে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে মধুমতি সেতু।

এএইচ