নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, নিষিদ্ধ জাল জব্দ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ইলিশের প্রজনন মৌসুমে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছিল একদল জেলে। রোববার (৯ অক্টোবর) বেলা ১১টায় "মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২" এর নিয়মিত টহলে পশুর নদীর চালনা, খুলনার বটিয়াঘাটা ও লবনচোরা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেন তারা।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের রুপসা ষ্টেশনের সদস্যসহ বন কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাদের সাথে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যান। তবে তাদের ফেলে রাখা জাটকা ১৫' শ মিটার জাটকা ইলিশ ধরার জাল, ৮'শ মিটার কারেন্ট জাল এবং ২'শ মিটার বেহুন্দী জাল জব্দ করা হয়।
পরবর্তীতে খুলনার রুপসা থানার সিনিয়র উপজেলা মৎস কর্মকতা বাপী কুমার দাশের উপস্থিততে জব্দ হওয়া সেসব জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয় বলেও জানান তিনি।
কেআই//