জঙ্গিবাদে জড়িয়ে নিখোঁজ: নতুন তালিকা প্রকাশ র্যাবের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে সারা দেশ থেকে নিখোঁজ হওয়া ৩৮ তরুণের তালিকা প্রকাশ করেছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।
তিনি বলেন, “নিখোঁজ হওয়া তরুণদের মধ্যে আমরা এখন পর্যন্ত ৫৫ জনের তথ্য পেয়েছি, যারা দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছে। এরা দেড় থেকে দুই বছর আগে নিরুদ্দেশ হওয়া শুরু করেছে। সর্বশেষ দেড়মাস আগে কুমিল্লা থেকে সাত তরুণ নিরুদ্দেশ হয়।”
তিনি আরও বলেন, “নিরুদ্দেশ তরুণদের নাম-ঠিকানা আমরা পেয়েছি। এদের মধ্যে ৩৮ জন স্বেচ্ছায় হিজরতে রয়েছে। তাদের বিস্তারিত তথ্য আমরা পেয়েছি। তাদের বিষয় আমরা নিশ্চিত হয়েছি।”
র্যাবের এই মুখপাত্র বলেন, “কোন জেলায় কতজন নিরুদ্দেশ সেই তালিকাও আমরা পেয়েছি। নিরুদ্দেশ তরুণদের কারও কারও পরিবার জানে, সন্তান বিদেশে গেছে। মাঝেমধ্যে অর্থও পাঠায়। আসলে সে জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে।” এই জঙ্গি সংগঠনের সদস্যরা দেশের পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ নিয়েছে বলেও জানান তিনি।
নিখোঁজ ৩৮ তরুণের তালিকা
মো. দিদার, কুমিল্লা; তাহিয়াত চৌধুরী, সিলেট; আহাদ, কুমিল্লা; মশিউর রহমান ওরফে মিলন তালুকদার, ঝালকাঠি; সাখাওয়াত হোসাইন, কুমিল্লা; আরিফুর রহমান, বরিশাল; নাঈম হোসেন, চাঁদপুর; শামীম মিয়া, ময়মনসিংহ; আল-আমিন ফকির, পটুয়াখালী; আমিনুল ইসলাম ওরফে আল আমিন, কুমিল্লা; মো. নাজমুল আলম নাহিদ, বি-বাড়িয়া; আল-আমিন, খুলনা; শেখ আহমদ মামুন, সিলেট; মো. আস সামি রহমান, কুমিল্লা; সাদিক, সিলেট; হাসান সাঈদ, সিলেট, বায়েজিদ, কুমিল্লা; জুয়েল মুসল্লী, পটুয়াখালী; ইমরান বিন রহমান শিথিল, কুমিল্লা; সাইফুল ইসলাম তুহিন, সিলেট; আল-আমিন, কুমিল্লা; ইমরান, কুমিল্লা; শিব্বির আহমদ, সিলেট; হাবিবুর রহমান, ঝালকাঠি; মুহাম্মদ আবু জাফর, ফরিদপুর; যুবায়ের, কুমিল্লা; নিহাল আব্দুল্লাহ, কুমিল্লা; মাহমুদ, বরিশাল; আমির হোসেন, ঝিনাইদহ; নাহিদ, কুমিল্লা; সালেহ আহমাদ, কুমিল্লা; আব্দুস সালাম ওরফে নিরব, বরিশাল; ইয়াছিন বেপারী, মাদারীপুর; মো. মিরাজ সিকদার, পটুয়াখালী; ওবায়দুল্লাহ সাকিব, পটুয়াখালী; জহিরুল ইসলাম, কুমিল্লা; আবু হুরায়রা, মাগুরা; আবুল বাশার মৃধা, মাদারীপুর।
এসএ/