ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

কুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে ভিক্ষুর হাতে নতুন পোশাক, নগদ অর্থ, আগরবাতি, মোমবাতিসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়ার মধ্য দিয়ে কুয়াকাটায়  বৌদ্ধধর্মবালম্বীদের কঠিন চিবরদান সম্পন্ন হয়েছে। 

সোমবার দুপুরে শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন রাখাইন পল্লী থেকে আসা সহস্রাধিক রাখাইন নারী-পুরুষ অংশ নেয়। 

প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রামের উ কুইন্দা মহাথেরো সংঘরাজ। এতে প্রধান অতিথি ছিলেন বুদ্ধরক্ষিত কুয়াকাটার মহাথেরো বারত। অনুষ্ঠানের শুরুতে বুদ্ধকে স্মরণে ২৮টি বুদ্ধ প্রতিমা স্থাপন করা হয়েছে। 

এর আগে শনিবার রাতে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে রঙ-বেরঙের শতাধিক ফানুস উড়ানো হয়েছে। রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা এ উৎসবে অংশ নেয়। 
কেআই//