ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৮ ১৪৩১

ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেল নারীর

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মেহেরপুরের গাংনীতে ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নাজমা খাতুন (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমা খাতুন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দয়েরপাড়া গ্রামের আসমত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, নাজমা খাতুন একজন নারী শ্রমিক। তিনি দুপুরে নিজ বাড়ি থেকে ভ্যানে চড়ে কাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথে অসাবধানবশতঃ সাহেবনগরের কাছাকাছি পৌঁছালে তার গলায় থাকা ওড়নাটি ভ্যানের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে যান তিনি। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, নাজমাকে হাসপাতাল নেবার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনগণকে আরো সাবধানে চলাচল করা উচিত। 

এনএস//