ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

১১ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল আগস্টে

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

গত আগস্ট মাসের তুলনায় দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১০ শতাংশ। যেখানে আগস্ট মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) একনেক সভা শেষে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতি ১১ বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেলেও সেপ্টেম্বরে তা কিছুটা কমেছে। গত মাস শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১০ শতাংশ। এ নিয়ে পরপর দুই মাস মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

বিবিএসের হিসাবে, আগস্টে দেশে মূল্যস্ফীতি যেখানে পৌঁছেছে, তা গত ১৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আগস্ট মাসে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাওয়ায় এ তথ্য এত দিন প্রকাশ করা হয়নি। সেপ্টেম্বরে এসে মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়ায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে দুই মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ১০ শতাংশের এর ওপরে রয়েছে। সেখানে আমাদের ৯ শতাংশের কিছু ওপরে রয়েছে। বর্তমান সংকটে একা বাংলাদেশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমাদের অপচয় রোধ করতে হবে।

এদিকে আজকের সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে রয়েছে সরকারি অর্থায়নে ৪ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়নে ২ হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬৯ কোটি ৬২ লাখ টাকার প্রকল্প।

এসবি/