আগাছানাশক বিষ ছিটিয়ে আড়াই বিঘা জমির ধান নষ্টের অভিযোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আগাছানাশক বিষ প্রয়োগ করে এক অসহায় কৃষকের প্রায় আড়াই বিঘা জমির ধান বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক সচীন্দ্রনাথ চন্দ্রের দাবি কয়েক দফায় একই জমিতে বিষ প্রয়োগ করায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তত্তি চলছে বলে জানা গেছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত নগেন্দ্রনাথ চন্দ্রের ছেলে সচীন্দ্রনাথের সঙ্গে একই গ্রামের মৃত যতীন্দ্রনাথের ছেলে আশুতোষ ও ঋষিতোষ চন্দ্রের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
ভুক্তভোগী সচীন্দ্রনাথ চন্দ্রের অভিযোগ প্রায় আড়াই বিঘা জমিতে চলতি মৌসুমে আমন ও মাস কালাই চাষ করা হয়েছে। ইতোমধ্যে আমন ধানে শীষ বের হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই ধান কাটার উপযুক্ত হবে। এই অবস্থায় গত কয়েক দিন আগে প্রতিপক্ষের আশুতোষ চন্দ্র ঋষিতোষ চন্দ্রের লোকজন ওই জমির ফসলে অতিমাত্রার আগাছানাশক ওষুধ প্রয়োগ করে। এতে করে ধান গাছ গুলো পুড়ে হুলুদবর্ণ ধারণ করেছে। বুধবার সকালে মাঠে গিয়ে দেখতে পাই সদ্য চাষ করা প্রায় আড়াই বিঘার জমির ফসল পুড়ে বিবর্ণ হয়ে গেছে। শুধু তাই নয় তারা এর আগে আমাদের জমিতে আগাছানাশক বিষ প্রয়োগ করে ফসল বিনষ্ঠ করেছে। এতে করে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে আশুতোষ ও ঋষিতোষ চন্দ্রের সঙ্গে যোগাযোগ করলে তারা উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আগাছানাশক বিষ প্রয়োগ করে ধান নষ্ট করার বিষয়ে আমাদের কোন সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে আমাদের ফাঁসাতে তারা নিজেরাই এই নাটক করেছে।
এ ব্যাপারে মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন এই বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//