ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ধানমন্ডিতে বাসায় ডেকে নিয়ে বিউটিশিয়ানকে গণধর্ষণের অভিযোগ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার | আপডেট: ০৯:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় এক বিউটিশিয়ান গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। হোম সার্ভিসের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল।  

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

গণধর্ষণের শিকার ওই নারীর স্বজনরা বলেন, আমার বোনের অনলাইনে একটি পেজ আছে। সে বাসায় গিয়ে বিউটিশিয়ানের কাজ করে। গতকাল বিকেলে একটি নম্বর থেকে ফোন আসে তার নম্বরে। তাকে জানানো হয় ধানমন্ডিতে বাসায় গিয়ে কাজ করতে হবে। পরে আমার বোন জানায়, সে বর্তমানে সাভারে আছে, ফিরতে দেরি হবে। 

তিনি বলেন, "কিন্তু ফোনের ওপাশ থেকে এক নারী আমার বোনকে অনেক অনুরোধ জানান এবং রাইড শেয়ারে গেলে তিনি খরচ দেবেন বলেও আশ্বাস দেন। পরে আমার বোন রাইড শেয়ারিং সার্ভিসে করে ধানমন্ডি ২৮ নম্বর রোডে যায়। ফোনের অপর প্রান্তে থাকা ওই নারী আমার বোনকে বলেন, তার ছোট ভাইকে পাঠিয়েছেন। তার সঙ্গে যেন সে বাসায় চলে যায়।"

সেখানে গেলে গণ ধর্ষণের শিকার হন ওই নারী।

মেয়েটি যেহেতু অসুস্থ সেকারণে পুলিশ জানিয়েছে, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।  আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। 

এসবি/