ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

নিউজিল্যান্ডের ৭৫ ভাগ মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

নিউজিল্যান্ডের সাগরে ৭৫ ভাগ মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বিপুল সংখ্যক পাখিসহ সামুদ্রিক জীববৈচিত্র্যও।

বৃহস্পতিবার দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। 

এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। গেল এক দশকে সাগরে অম্লতা বেড়েছে সাড়ে ৮ শতাংশের বেশি। বার বার তীব্র তাপদাহের মতো ঘটনাও বাড়ছে। এ অবস্থায় সাগরে বসবাসের উপযোগী পরিবেশ পাচ্ছে না প্রাণীরা। 

বিলুপ্তি ঝুঁকির মুখে পড়েছে ৯০ ভাগ সামুদ্রিক ও ৮২ ভাগ সাগরতীরের পাখি। এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের প্রায় ২২ শতাংশ একই ঝুঁকিতে রয়েছে। 

এএইচ