ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

‘হেলপারের ধাক্কা’, বাসের চাকায় পিষ্ট যুবক

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে আবু সায়েম মুরাদ (৩৫) নামের এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে এ ঘটনা ঘটে। 

গুরতর অবস্থায় মুরাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে মারধর করে ফেলে দেয়া হয় মুরাদকে। এরপর ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে এবং চালক শাহআলম ও হেলপার মোহনকে গণপিটুনি দিয়েছে। তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুরাদের মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মুরাদের বড় ভাই আবু সাদাত অভিযোগ করেন, মুরাদ মতিঝিলে একটি বায়িং হাউসে চাকরি করেন। বিকালে তিনি ৮ নম্বর বাসে করে মতিঝিল থেকে যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন। শহীদ ফারুক রোডে বাসের হেলপার তাকে মারধর করে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে মারা যান তিনি।

শহীদ ফারুক রোডের টনি টাওয়ারের বিপরীত পাশের ২০২/২/এ নম্বর নিজ বাড়িতে থাকতেন অবিবাহিত মুরাদ। দুই ভাই দুই বোনের মধ্যে মুরাদ ছিলেন তৃতীয়।

এএইচএস