ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৩ ১৪৩২

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০১:১২ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার

নারায়ণগঞ্জের ফতুল্লার লক্ষ্মীনগর এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘ শুনানির পর চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রবিউল, শুক্কুর, কামরুল হাসান ও আলী আকবর। এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত ডলি বেগম এবং খালাস পেয়েছেন নাসরিন বেগম। 

এদের মধ্যে রবিউল ও ডলি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০০৫ সালে ফতুল্লার বক্তাবলি ইউনিয়ন লক্ষ্মীনগর গ্রামের ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে ধানক্ষেতে ফেলে যায় আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা আক্তার হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। 

পরে দুই আসামি কামরুল ও রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণশেষে আদালত আজ এ রায় ঘোষণা করে।

এএইচ