স্বাভাবিক প্রসবে জোর দিতে ৫০০ মডেল সেন্টার চালু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার

সন্তান জন্মদানের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান কমিয়ে আনতে অবশেষে উদ্যোগী হয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছেন, তারা ৫০০টি মডেল সেন্টারের আওতায় বছরে ১২ লাখ স্বাভাবিক ডেলিভারি করতে চান।
এসব মডেল সেন্টার ইউনিয়ন পর্যায়ে চালু হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতে দেয়া হবে প্রয়োজনীয় লোকবল। যারা ভালো কাজ করবে, তাদের পুরস্কৃত করার ব্যবস্থাও থাকবে।
মঙ্গলবার বেলা ১১টায় ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে মডেল উন্নয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো উদ্বোধন করে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশে সিজার হচ্ছে প্রচুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, ১৫ থেকে ২০ শতাংশের বেশি হওয়ার কথা না। কিন্তু আমাদের দেশে সিজারের মাধ্যমে প্রসব বেশি হচ্ছে।
‘আমরা যেটা করতে চাইছি, সেটা যদি করতে পারি, তাহলে ৯০ শতাংশের বেশি ডেলিভারি প্রাতিষ্ঠানিক হয়ে যাবে। ঘরে আর ঝুঁকিপূর্ণ ডেলিভারি হবে না। ৫০০টি মডেল সেন্টারের আওতায় বছরে ১২ লাখ স্বাভাবিক ডেলিভারি করা সম্ভব।’
অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতিটি ইউনিয়নে ২৫ থেকে ৩৫ হাজার মানুষ বসবাস করে। এদের সিংহভাগই প্রান্তিক জনগোষ্ঠী। এসব এলাকায় মা, নবজাতক ও শিশুমৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি।
এ পরিপ্রেক্ষিতে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং সেবাকেন্দ্র থেকে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসবসেবা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ৩ হাজার ৩৬৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ৫০০টি কেন্দ্রকে প্রাথমিক পর্যায়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। পরে সবগুলোকেই মডেল কেন্দ্রে রূপান্তর করা হবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এমএম/