ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৩ ১৪৩২

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত শহীদুলের চুক্তিভি‌ত্তিক নি‌য়োগ বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের চুক্তিভি‌ত্তিক নি‌য়োগ বাতিল করেছে সরকার। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহা. রফিকুল ইসলাম।

পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এসএ/