ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

সুপার টুয়েলেভে খেলতে নামিবিয়ার প্রয়োজন ১৪৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। মূল পর্বে ওঠার লক্ষ্যে গেরহার্ড এরাসমাস ও ডেভিস উইসেদেরকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে রিজওয়ানের আমিরাত। 

এই ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভর করছে দুই দলের সুপার টুয়েলেভ ভাগ্য। ইতোমধ্যে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আরব আমিরাত। অন্যদিকে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটে ফেলছে শ্রীলঙ্কা।

আমিরাতের বিপক্ষে এখন কেবল জিতলেই মূল পর্বে শ্রীলঙ্কার সঙ্গী হবে নামিবিয়া। আর হারলেই মূল পর্বে উঠে যাবে ৪ পয়েন্ট অর্জন করা অন্য দিল নেদারল্যান্ডস।

জিলংয়ে এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান করেছে আরব আমিরাত।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ধীরগতিতে রান তোলে আমিরাতের ব্যাটসম্যানরা। ৮ ওভারে ৩৯ রান তুলতে পারে আরবের এই দেশটি। ৩২ বলে ২১ রান করে ওপেনার ভৃত্য অরবিন্দ আউট হলে ভাঙে জুটিটি। এরপর অধিনায়ক রিজওয়ানকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন আমিরাতের আরেক ওপেনার ওয়াসিম।

দুইজনে ৭ ওভারে তোলে ৫৮ রান তোলে। নিজের ফিফটি স্পর্শ করে বরাবর ৫০ রানে আউট হয়ে ওয়াশিম ফিরলে ভাঙে জুটিটি। চারে নেমে আলিশান শারাফু ৪ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন।

চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৩৫ রান তুলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন বাসিল হামিদ ও অধিনায়ক রিজওয়ান। বাসিল ২৫ এবং রিজওয়ান ৪৩ রান অপরাজিত থেকে মাঠ ছাড়ে। নামিবিয়ার তিন পেসার তুলে নেন তিনটি উইকেট।

এনএস//