ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৪ ১৪৩২

বান্দরবানে সাইমন সাদিকের সঙ্গে বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮ এএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার

অনেকেই ভাবতে পারেন হঠাৎ বুবলীকে নিয়ে কেন বান্দরবানে গেলেন সাইমন সাদিক। তবে এটি মূলত ‘চাদর’ সিনেমার শুটিংয়ের জন্য তারা শনিবার বিকালের ফ্লাইটে চট্টগ্রাম গেছেন। সেখান থেকে তারা বান্দরবানে যাবেন।

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলী। সিনেমাটির গানের শুটিংয়ে অংশ নিতেই সাইমন, বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবানে যাচ্ছেন। সেখানে বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সিনেমাতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। 

উল্লেখ্য, চাদর সিনেমার জন্য এফডিসিকে ৭০ লাখ টাকা অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এ সিনেমার বাজেট প্রায় এক কোটি ২০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পনসরের কাছ থেকে সংগ্রহ করেছে এফডিসি।

এমএম/