ডিজিটাল প্লাটফর্মে সরকারবিরোধী তৎপরতা (ভিডিও)
দিপু সিকদার, একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১০ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

জাতীয় নির্বাচন সামনে রেখে ডিজিটাল প্লাটফর্মে সরকারবিরোধী তৎপরতা বাড়িয়েছে একটি চক্র। প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, পিনাকী ভট্টাচার্য্য, ইলিয়াস হোসেনসহ বেশ কয়েকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতাচ্যুত করা হবে বলে প্রচারণা চালাচ্ছেন। র্যাব বলছে, এসব অপপ্রচারে ইন্ধন ও অর্থদাতাদের খোঁজা হচ্ছে।
ইলিয়াস হোসেন, সূদুর যুক্তরাষ্ট্রে বসে এক ভিডিওতে এভাবে সাংবাদিকদের গালিগালাজ করছিলেন।
এছাড়া তার ফেসবুক থেকে লাগাতার রাষ্ট্র, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনা কর্মকর্তা, রাজনীতিবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কটাক্ষ করে প্রচরণা চালিয়ে যাচ্ছেন।
স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াত ঘরোনার তাসনিম খলিলও অপপ্রচারের দৌঁড়ে পিছিয়ে নেই। তার একাধিক ভিডিওতে গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে।
একইভাবে প্রবাসী পিনাকী ভট্টাচার্য্য আওয়ামী লীগ সরকার ও স্বাধীন বাংলাদেশ নিয়েও মিথ্যাচার করছেন বলে অভিযোগ আছে।
কিছু সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু ব্যক্তি একটি গুজব বলয় তৈরি করেছে। তারা মনগড়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগের সব মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। সেখানে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, দেয়া হচ্ছে সরকার পতনের ডাক।
এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মদতদাতা আর অর্থদাতাদের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) কমান্ডার আল মঈন বলেন, “একটা গ্রুপ মিলে এই কাজ করছে। এই গ্রুপটাকে শনাক্ত করা এবং যেখানে যেখানে অর্থের প্রয়োজন সেখানে হয়তো বিদেশি-দেশি চক্র অর্থের যোগান দিচ্ছে। এটা নিয়েও আমরা কাজ করছি। মানি লন্ডারিং ইস্যু নিয়ে যারা কাজ করে থাকেন তাদের সঙ্গেও এই বিষয়গুলো শেয়ার করছি। সম্মিলিতভাবে এই রাষ্ট্র বা দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি।”
গুজব ছড়ানো সাইট এবং পেইজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসিকে জানিয়েছে র্যাব।
কমান্ডার আল মঈন বলেন, “তাদের এই ধরনের চক্রান্ত বা তাদের স্বার্থান্বেষি বক্তব্য কোন কিছুই আমাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না।”
এএইচ