ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

নেত্রকোনায় কৃষিফার্ম থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনা প্রাতিনিধি

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার

নেত্রকোনার পৌর শহরের কৃষিফার্ম থেকে আমিনুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পিবিআই পুলিশ। নিহত আমিনুল জেলার পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামের তোতা মিয়ার ছেলে। সে শহরের কুরপাড় এলাকায় মামার বাড়িতে থাকতো।

পুলিশ জানায়, সন্ধ্যায় আমিনুল তার একাধিক বন্ধুবান্ধব নিয়ে কুরপাড়ের মামার বাসা থেকে বের হয়। পরে সে আর রাতে বাসায় ফেরেনি। শুক্রবার সকালে শহরের কৃষিফার্ম এলাকার ভিতরে একটি গাছের নিচে আমিনুলের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পিবিআই পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে পিবি আই পুলিশের পরিদর্শক (এস আই) জাকির হোসেন জানায়, নিহতের গলায় দড়ি পেচানোর দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে আমিনুলকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অচিরেই হত্যাকারিদের গ্রেপ্তার করা হবে। 

পুলিশ আরো জানায়, নিহত আমিনুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এসএ/