ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৪ ১৪৩২

ছোট বোনকে নিয়ে এবার চিতল ধরলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার | আপডেট: ০৬:১৬ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার

ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মাছ ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মাছ ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাজারো ব্যস্ততার মাঝেও পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ছোটবোন শেখ রেহানাকে পেলে যেন সেই আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। 

তাই তো শুক্রবার (২৮ অক্টোবর) ছুটির দিনে গণভবনের জলাশয়ে দুই বোন বসে যান ছিপ নিয়ে মাছ ধরতে। দেশ পরিচালনার ন্যায় এক্ষেত্রেও সমান পারদর্শী প্রধানমন্ত্রী। আজও তার বড়শিতে ধরা পড়েছে বড় একটি চিতল মাছ।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা তিনটি ছবিতে এমন দৃশ্যই দেখা গেছে।

দলটির ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

আজ বিকেল ৪টা ৩৮ মিনিটে আওয়ামী লীগের ফেসবুকে দেয়া ওই পোস্টে মাত্র এখন পর্যন্ত ১৮ হাজার মানুষ রিঅ্যাক্ট দেখিয়েছেন। মন্তব্যও পড়েছে সাত শতাধিক, আর শেয়ার হয়েছে ৮ শতাধিক।

এর আগেও ছুটির দিনে প্রধানমন্ত্রীকে মাছ শিকার করতে দেখা গেছে গণভবনে। পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে তিনি মাছ ধরতেই বেশি পছন্দ করেন। এছাড়া নানা রকম রান্না-বান্নাও করে থাকেন শেখ হাসিনা।

এনএস//