ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সন্দ্বীপে ভেসে আসা ১০৬টি মহিষ হস্তান্তর 

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জোয়ারের পানিতে ভেসে আসা ১০৬টি মহিষ উদ্ধার করে তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সন্দ্বীপ থানার যৌথ উদ্যোগে মহিষগুলো হস্তান্তর করা হয়। 

সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অতিরিক্ত জোয়ারের পানিতে ভাষাণচর ও উরিরচর থেকে প্রায় এক হাজার মহিষ ভেসে যায়। এদের কিছু মহিষ সন্দ্বীপ উপজেলার মগধরা ও সারিকাইত ইউনিয়নে উঠে। 

খবর পেয়ে সন্দ্বীপ থানার পুলিশ মহিষগুলোকে জব্দ দেখিয়ে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখে। তিনদিনে অভিযান চালিয়ে সারিকাইত থেকে ৫৪ টি, মগধরা থেকে ৪৭ টি এবং বিক্ষিপ্তভাবে আরো ৫টি মহিষ উদ্ধার করা হয়। মহিষ হারানোর বিষয়ে মালিকরা মঙ্গলবার ভাষাণচর থানায় জিডি করে সন্দ্বীপ এসে সন্দ্বীপ থানায় ভাষাণচর থানায় করা জিডির কপি জমা দেন। 

জিডিতে উল্লেখিত মহিষের শরীরের চিহ্ন অনুসারে ১৭ জন মালিক সনাক্ত করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ও সন্দ্বীপ থানার পুলিশের উপস্থিতিতে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় মহিষগুলো হস্তান্তর করা হয়। 

সন্দ্বীপ থানার পুলিশের ওসি শহীদুল ইসলাম জানান, আমরা তিনদিন খুঁজে সন্দ্বীপের কয়েকটি এলাকা থেকে মোট ১০৬টি মহিষ উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে মহিষগুলো হস্তান্তর করি। আরো মহিষ আছে কিনা আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন জানান, মহিষগুলোর ১৭ জন মালিক সনাক্ত করে তাদের দেওয়া হয়েছে।
কেআই//