ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

বন্ধ থাকার পর ফের চালু পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার

ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, “ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ঘনত্ব কমে আসায় ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে কোনো যানবাহন নাই।”

নৌপথে ছোট-বড় মিলে ১৭ ফেরি চলাচল করায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের কোনো ভোগান্তি নেই।
এসএ/