ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

মুজারাবানির জোড়া আঘাত, ফিরলেন লিটনও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার | আপডেট: ০৯:৩৪ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

টাইগার শিবিরে প্রথম আঘাত হেনে মুজারাবানির উদযাপন

টাইগার শিবিরে প্রথম আঘাত হেনে মুজারাবানির উদযাপন

নেদারল্যান্ডসকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করলেও সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েছে শুরুতেই।

সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসাইন শান্ত। বোলিং শুরু করেন রিচার্ড নগারাভা। চতুর্থ বলে চার মেরে প্রথম ওভার থেকে ৫টি রান নিতে পারেন শান্ত।

তবে দ্বিতীয় অভারেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভার করতে আসা মুজারাবানির বলে চাকাভার দাস্তানায় ধরা পড়েন সৌম্য সরকার। ২ বল খেলে খাতা খুলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তার আগেই অবশ্য আরও এক চার মেরে সিঙ্গেল নেন শান্ত।

ফলে দলীয় মাত্র ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাট করতে নামেন লিটন দাস। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। শুরুটা দুর্দান্ত করলেও তা স্থায়ী করতে পারেননি বেশিক্ষণ।

ষষ্ঠ ওভারেই সেই মুজারাবানির শিকার হয়ে ফিরতে হয় তাকেও। ১২ বলে তিন চারে ১৪ রানেই শেষ হয় লিটনের ইনিংস। ফলে ৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। আজ পাওয়ার প্লে-তে ওই স্কোরই দাঁড়ায় সাকিবদের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩২ রান। শান্ত ১৮ রানে এবং সাকিব ০ রানে ক্রিজে আছেন।

বাংলাদেশ একাদশ: 
নাজমুল হোসাইন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: 
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, ব্রাড ইভান্স, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

এনএস//