ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

মিরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে দিগন্ত পরিবহন নামের একটি বাস ধাক্কা দিলে মো. উমরাজ মিয়া (২৯) নামের এক যাত্রী নিহত হয়েছেন। 

রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত উমরাজ মিয়া হবিগঞ্জ সদর থানার নদীর পাড় এলাকার হরমুজ মিয়ার ছেলে। সে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কমলদহ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফিড লিমিটেডের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছনে থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সামনে থাকা বাসের যাত্রী নিহত হয়।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত বাস যাত্রীর লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এএইচ