ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৮ ১৪৩১

শত্রুতার জেরে বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থনীয়রা জানায়, রোববার ভোর রাতে নুর বকসের বাড়িতে আগুন লাগলে একটি ঘর ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। পাশে থাকা অপর একটি ঘরেরও অর্ধেক অংশ পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অভিযোগে জানা যায়, ওই গ্রামের নুর বকসের সাথে পার্শ্ববর্তী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে রোববার ভোরে প্রতিপক্ষের লোকজন নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন নুর বকস। 

এতে একটি ঘরসহ অসবাবপত্র ভস্মিভূত হয়। এছাড়াও পাশে থাকা আরেকটি ঘরের আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে।

এএইচ