ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

উদ্বেগজনক হারে ডেঙ্গু বাড়ছে চট্টগ্রামে (ভিডিও)

হাসান ফেরদৌস, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

চট্টগ্রামে ডেঙ্গুর বিস্তার ঘটছে উদ্বেগজনক হারে। মহানগর ও জেলায় একমাসে রোগী বেড়েছে প্রায় তিনগুণ। আর গেল দশমাসে মারা গেছেন অন্তত ১৪ জন। 

চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সিভিল সার্জন অফিস বলছে, সেপ্টেম্বরে চট্টগ্রাম মহানগর ও জেলায় মোট ডেঙ্গু রোগী ছিলেন ৬০১ জন। অক্টোবর শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৫৩ জনে। একমাসে রোগী বেড়েছে এক হাজার ৮৩৯ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। 

উপজেলার চেয়ে মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ বেশি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, “চট্টগ্রাম শহরের মধ্যে আলীশহর, বন্দর, ডবলমুরিং থানা এবং আগ্রাবাদ এরিয়াতে ডেঙ্গুর প্রকোপ বেশি। উপজেলা গুলোর মধ্যে সীতাকুণ্ড, সাতকানিয়া, আনোয়ারা, পটিয়াতে রোগী একটু বেশি পাওয়া গেছে।”

নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের মশক নিধনে স্থবিরতায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। 

মহানগরীতে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন সিটি মেয়রও। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, “ওয়ার্ডে ওয়ার্ডে জনবল বাড়িয়ে দেওয়া হয়েছে। আর স্প্রে যেখানে ৫টি ছিল সেখানে ১০টা দেওয়া হয়েছে।”

ডেঙ্গু নিয়ন্ত্রণে গণসচেতনতা বাড়ানোসহ ক্রাশ প্রোগ্রামের কথাও জানান তিনি। 

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, “বিভিন্ন হাউজিং সোসাইটিকে, মসজিদের ইমামদের চিঠি দেওয়া হয়েছে। সেখানে আমরা আবেদন করেছি, ডেঙ্গুর ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য।”

ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর।

এএইচ