ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৬ ১৪৩২

ইথিওপিয়ায় গৃহযুদ্ধ বন্ধে চুক্তি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:৫২ এএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ইথিওপিয়ার গৃহযুদ্ধ বন্ধে দেশটির সরকার এবং তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট সম্মত হবার বিষয়ে একটি চুক্তি হয়েছে।

ইথিওপিয়ার সরকার এবং টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট এর প্রতিনিধিরা একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা এবং সহায়তা সরবরাহ সহ গুরুত্বপূর্ণ পরিষেবা পুনরুদ্ধারে স্বাক্ষর করেছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, আফ্রিকান ইউনিয়ন এটিকে একটি নতুন ভোর হিসাবে আখ্যা দিয়েছে।

অক্টোবরের মাঝামাঝি থেকে তাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেলেতে কোনও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। অথচ সেখানকার ৭০ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।

জাতিসংঘ বলছে, এদের মধ্যে ৪ লাখ মানুষ প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতিতে বাস করছেন। 

এসবি/