ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বিশ্বসেরা আবেদনময় পুরুষ ক্রিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার

বিশ্বের সেরা আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করেছে ‘পিপল’ ম্যাগাজিন। চলতি বছরের সেরার তকমা পেয়েছেন হলিউড অভিনেতা ক্রিস ইভানস।

নিজের নামের পাশে ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ লেখা দেখে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেতা। তিনি জানান, আমার মা খুব খুশি হবেন। তিনি আমার সব অর্জন নিয়েই গর্ব করেন। তবে কাছের বন্ধুরা বিষয়টি নিয়ে মজা করবে। তারা আমাকে পচাবে।

২০০০ সালে টেলিভিশন সিরিজের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন ক্রিস। দীর্ঘ ক্যারিয়ারে বহু ব্যবসাসফল কাজ উপহার দিয়েছেন তিনি। তবে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ হিসেবেই বেশি পরিচিতি তার। সম্প্রতি তাকে রুশো ব্রাদার্সের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে দেখা গেছে।

এছাড়াও ক্রিসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো সিনেমা।

প্রসঙ্গত, ২০২১ সালে ‘পিপল’ এর বিচারে সেরা আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছিলেন ৫৩ বছর বয়সী হলিউড তারকা পল রুড। তার আগে জন লেজেন্ড, ডোয়াইন জনসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস হেমসওর্থ, ইদ্রিস এলবা, চ্যানিং টটাম, অ্যাডাম লিভিনের মতো তারকারা এই অভিধায় ভূষিত হয়েছেন।

এমএম/