ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

বেপরোয়া গতি কেড়ে নিল ববি শিক্ষার্থীর প্রাণ

ববি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ইসমাঈল ইমন

ইসমাঈল ইমন

বাসের বেপরোয়া গতি কেড়ে নিল ববি শিক্ষার্থীর প্রাণ। ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে গাছের সঙ্গে সাকুরা পরিবহনের ওই বাসের ধাক্কায় আহত হয়ে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ইসমাইল ইমন নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর।

রোববার (৬ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে ঘটে এ দুর্ঘটনা। 

নিহত ববি শিক্ষার্থী ইসমাইল ইমন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, ইসমাইল ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে সাকুরা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন। বেপরোয়া গতির বাসটি পথিমধ্যে মাধবপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের সহপাঠী সূত্রে জানা যায়, মাথা ও নাকে গুরুতর জখম হন তিনি। তবে রোববার পরিচয় জানতে বিলম্ব হওয়ায় ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে তার চিকিৎসার সুযোগ মেলেনি।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন, বিশ্বাস করা কঠিন যে, আমাদের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমন আর নেই। মার্কেটিং বিভাগের জন্য এটি সবচেয়ে দুঃখজনক মুহূর্ত। বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এদিকে শিক্ষার্থী ইমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

মঙ্গলবার (৮ নভেম্বর) এক শোক বার্তায় উপাচার্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এনএস//