ঢাকা, বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালের ভাইস প্রেসিডেন্ট হলেন আসিফ এ চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার

আসিফ এ চৌধুরী।

আসিফ এ চৌধুরী।

আসিফ এ চৌধুরী ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পরবর্তী তিন বছরের জন্য ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালের (এফআইসিএসি) ৯০ জন সদস্যের মধ্যে সর্বসম্মতিক্রমে পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আসিফ এ চৌধুরী বাংলাদেশে চিলির অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও একজন স্বনামধন্য ব্যবসায়ী। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট তিনি।

এফআইসিএসি কর্তৃক ৭ নভেম্বর সাইপ্রাসে পরিচালিত ১৩তম ওয়ার্ল্ড কংগ্রেস অব কনসালে ভোট গৃহীত হয়। আসিফ চৌধুরী এর আগে বাংলাদেশে কনস্যুলার কর্পসের (সিসিবি) প্রেসিডেন্ট এবং ফাউন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন। ২০১৫ সালের থেকে এফআইসিএসি’র পরিচালকের পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

এফআইসিএসি কনস্যুলার অ্যাসোসিয়েশনের বিশ্বব্যাপী নেটওয়ার্ক, সকল গৃহীত দেশগুলোতে সকল কনস্যুলার অফিসারদের অবস্থা, বৈধতা এবং কার্যকরিতা সমর্থন এবং উন্নয়নের জন্য সৃজিত হয়। 

এফআইসিএসি-কে ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালসও বলা হয়, ডেনমার্কের কনসাল জেনারেল ভ্যাগন জেসপার্সেনের একটা ছোট প্রতিনিধি গ্রুপের মাধ্যমে ১৯৮২ সনের ২ অক্টোবরে কোপেনহেগেনে প্রতিষ্ঠিত হয়েছিল।

গ্রিসে ফিলিপাইনের অনারারি কনসাল জেনারেল নিকোলাওস মার্গারোপোলোস সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট এবং ভারতে মলদোভার অনারারি কনসাল পি. ভাগেরিয়া মহাসচিব নির্বাচিত হন।

এসি