ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

সেরা ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের নানজীবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার

নানজীবা খান

নানজীবা খান

অবশেষে নানজীবা খানের হাত ধরেই ১২৫টি দেশের ২০০ জনের বেশি তরুণ প্রতিনিধিকে পেছনে ফেলে প্রথমবারের মতো বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড-২০২২ জিতল বাংলাদেশ।

সদ্যই থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো ইউনাইটেড নেশনস সিমুলেশন কনফারেন্স। যেখানে বাংলাদেশের তরুণ অ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব করেছেন নানজীবা খান। আসরে বেস্ট ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ এই চলচ্চিত্র নির্মাতা।

এবারের আয়োজনের বিষয় ছিল- অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন। এতে উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই অ্যাওয়ার্ড অর্জন করেন নানজীবা।

এর আগে গত সেপ্টেম্বরে দুবাইয়ে ইউনাইটেড নেশনস সিমুলেশন আয়োজিত বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্সেও নানজীবা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আউট স্ট্যান্ডিং ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অর্জন করছিলেন।

নানজীবা গতবার বাংলাদেশ ও উরুগুয়ের তরুণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। আর এবার তিনি একইসঙ্গে ভুটান ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।

এনএস//