ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

কুয়াকাটায় ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

কুয়াকাটা সৈকত সুরক্ষা বাঁধের সংস্কার কাজ এগিয়ে নিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। একাধিকবার নোটিশ প্রদানের পরও স্বেচ্ছায় সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার দুপুরে ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এর আগে এসব দখলদারদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

কুয়াকাটা চৌরাস্তার জিরো পয়েন্ট থেকে দু’দিকে এক কিলোমিটার এলাকার বেড়িবাঁধে এসব অবৈধ স্থাপনা ছিল। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মনিরা ও নঈম উদ্দিন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেরাজ জানান, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার এলাকায় এসব অবৈধ দখলদারদের সরে যেতে ক্ষতিপূরণ দিয়ে সময় বেঁধে দেয়া হয়েছে।

তারপরও তারা আইন না মানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

এসি