ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৪ ১৪৩২

আর্জেন্টাইন ভক্তদের জন্য এবারও গাইবেন হিরো আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার

ফুটবল বিশ্বকাপ ঘিরে এ দেশের দর্শকের উন্মাদনার অন্ত নেই। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের মাঝে। বাড়িঘর-দোকানপাটে পছন্দের দলের পতাকার রং করানো, ছাদে-রাস্তাঘাটে পতাকা টানানোসহ কত কী যে দেখা যায়, তার ইয়াত্তা নেই।

সেই উন্মাদনার পারদ আরেকটু বাড়াতে আসছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। আর্জেন্টাইন ভক্তদের মাতাতে নতুন গান নিয়ে আসছেন তিনি।

এ নিয়ে রোববার গণমাধ্যমে হিরো আলম বলেন, ‘বিশ্বকাপের আনন্দ বাড়াতে একটি গান করেছি। আগামীকাল দুপুরে গানটি প্রকাশ করা হবে। এর শিরোনাম জিতবে এবার আর্জেন্টিনা। এটা আসলে আর্জেন্টিনার ভক্তদের জন্য, কিন্তু সবারই ভালো লাগবে।’

তবে নিরাশ হওয়ার কিছু নেই ব্রাজিল ভক্তদের। তাদের জন্যেও গান নিয়ে আসছেন আর্জেন্টিনার সমর্থক এই কনটেন্ট ক্রিয়েটর। 

বলেন, ‘আর কয়েক দিন পর ব্রাজিলের ভক্তদের জন্যেও একটা গান নিয়ে আসছি।’

এর আগে ‘২০২১ কোপা আমেরিকা’র সময়ও মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি করেছিলেন মেসি ভক্ত হিরো আলম।

জিতবে এবার আর্জেন্টিনা গানটির কথা ও সুর যৌথভাবে করেছেন হিরো আলম ও এফ এ প্রীতম। আর গানটির মিউজিক ভিডিওর শুট ঢাকাতে করা হয়েছে বলে জানান হিরো আলম।

এমএম/