ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

সর্বোচ্চ রান কোহলির, সেরা দশে বাংলাদেশের কেউ নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১ এএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার | আপডেট: ১০:১৫ এএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা নেমেছে। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন ভারতীয় ব্যাটার  বিরাট কোহলি। তবে রান সংগ্রহের সেরা দশের মধ্যে বাংলাদেশের কেউ নেই।

৬ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ২৯৬ রান করেছেন কোহলি। সুপার টুয়েলভে পাকিস্তান-নেদারল্যান্ডস-বাংলাদেশের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে  হাফ-সেঞ্চুরি করেন কোহলি। সুপার টুয়েলভ পর্বে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২ রান এবারের আসরে কোহলির সেরা ইনিংস।

প্রথম রাউন্ডে তিন ও সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে ২টি হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ রান করেছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দাউদ।

তৃতীয় সর্বোচ্চ ২৩৯ রান ভারতের সূর্যকুমার যাদবের। ৬ ইনিংসের মধ্যে ৩টিতে হাফ-সেঞ্চুরি করেন  সূর্য । বিশ্বকাপ চলাকালীন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় শীর্ষ স্থান দখলে নেন  সূর্য।

শিরোপা জয় করা ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার রান সংগ্রহের তালিকায় চতুর্থস্থানে আছেন। ২টি হাফ-সেঞ্চুরিতে ২২৫ রান করেছেন ৬ ম্যাচ খেলা বাটলার। ভারতের বিপক্ষে সেমিফাইনালে বাটলারের ৮০ রান সর্বোচ্চ।

৮ ইনিংস খেলে ২টি হাফ-সেঞ্চুরিতে ২২৩ রান করেছেন শ্রীলংকার কুশল মেন্ডিস।

সর্বোচ্চ রানে সেরা দশের মধ্যে বাংলাদেশের কেউ নেই। ৫ ইনিংসে ১৮০ রান নিয়ে তালিকার এগারতম স্থানে বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

সর্বোচ্চ রান সংগ্রহকারী সেরা পাঁচ ব্যাটার
ব্যাটার                          ম্যাচ    ইনিংস    রান        গড়       স্ট্রাইক রেট    ১০০    ৫০
বিরাট কোহলি (ভারত)    ৬         ৬       ২৯৬    ৯৮.৬৬    ১৩৬.৪০          ০     ৪
ম্যাক্স ও’ডাউড              ৮          ৮       ২৪২     ৩৪.৫৭     ১১২.৫৫          ০     ২
সূর্যকুমার যাদব (ভারত)  ৬          ৬       ২৩৯     ৫৯.৭৫     ১৮৯.৬৮         ০    ৩
জশ বাটলার (ইংল্যান্ড)   ৬          ৬       ২২৫     ৪৫.০০      ১৪৪.২৩          ০    ২
কুশল মেন্ডিস (শ্রীলংকা) ৮          ৮       ২২৩     ৩১.৮৫      ১৪২.৯৪          ০    ২

এএইচ