ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, পাচারের অভিযোগ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:০২ এএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ডালের আঠা ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন নারী-শিশুরা

ডালের আঠা ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন নারী-শিশুরা

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুদের গাছে উঠে ডাল ভাঙতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে এই শিশু গাছের পোকা লাগানো আঠার কেজি ২৭০ থেকে ৩০০ টাকায়  বিক্রি হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। 

হাট থেকে এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা একটি চক্র ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবি এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরি করা হচ্ছে। 

একটি সূত্রে জানা গেছে, এগুলো অবৈধভাবে ভারতে পাচার করা হচ্ছে। ভারতীয়রা এই আঠা ৭-৮শ’ টাকায় কেজিতে কিনছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা জানা যায়নি।

তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮-১০ মণ করে পোকা ও আঠা কিনছেন ব্যবসায়ীরা। 

কলারোয়া সীমান্তে বিজিবির নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এক ইউপি সদস্য।

এএইচ