ভান্ডারিয়ার পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫১ এএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক হলেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ এর ৯ ধারার (১) উপ-ধারার ক্ষমতাবলে সরকার ফাইজুর রশিদ খসরুকে ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী খসরু ভান্ডারিয়া পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
ফাইজুর রশিদ খসরু পৌরসভার নিজ ভান্ডারিয়ার কাঞ্চন আলী জমাদ্দার ও মোতাহারা বেগমের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খসরু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ধন্যবাদ জানান। তিনি জানান, পৌরসভার সার্বিক উন্নয়নে সব ধরনের কাজ করবেন। পৌরসভার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান ফাইজুর রশিদ খসরু।
পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় ফাইজুর রশিদ খসরুকে অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসএ/